ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪ || ১৫ কার্তিক ১৪৩১
good-food
৮৭২

রংপুর এক্সপ্রেস লাইনচ্যুত  ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:১২ ২১ জুন ২০১৯  

গাজীপুরের সালনায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-উত্তরবঙ্গ রেলরুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দাস জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় এসে পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ফলে এ রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর স্টেশন মাস্টার  শাহজাহান জানান,  রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা আসার পথে গাজীপুরের সালনা ফ্লাইওভারের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী-ঢাকা-খুলনা-পঞ্চগড় পার্বতীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

 লাইনচ্যুত বগিটি উদ্ধারে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে কাজ শুরু করেছে। বগিটি উদ্ধারের পর  ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এব্যাপারে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার আমিনুল হক জানান, রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তিনি জানান, বিকল্প রেললাইন না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক হতে দু তিন ঘন্টা সময় লাগবে। 

এদিকে উত্তরবঙ্গগামী এ রেলরুটে ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় গাজীপুরে একতা এক্সপ্রেস, টঙ্গী, কালিয়াকৈর ও টাঙ্গাইলের মির্জাপুরে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর